২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:২৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

কোন এক ষোড়শীর টানে

     

 

  রাহাত ভাই

দ্বীপ্ত যৌবন সূচনা লগ্নে–
এমন কচুরিপানার দেশ ভালবেসে,
তন্নী নয়নের অগ্নি ঝরা জলে–
নিজেকে সপেছিলাম,
আজ হতে ঠিক চৌদ্দ বৎসর আগে।

ঘটঘটিয়া “নদীর পাড়ে –
হাওর বিলাসী মাতাল হাওয়ায়,
আম-জাম,নারিকেলের ছায়ায় বসে,
নিজেকে বিলিয়ে ছিলাম,বিস্তীর্ণ জল রাসির
ছলাৎ ছলাৎ ঢেউয়ের মাঝে।

আর বৈশাখের পাকা ধানের ঘ্রাণে ঘ্রাণে
সৌরভীত মন,
আনন্দ উল্লাসে অবিরত সোনালী চিলের
ডানার সাথে ;
মাছরাঙা শিকারীর ধ্যানে মগ্ন থেকে ;
ঘটঘঠিয়ার ঘোলা জলে পানকৌড়ির ডুব দেখে,
মাছধরা কিশুরীর ত্রিভুজ জালে–
রক্তচোষা জোকঁ ধরা পরে,
বিলে ঝিলে ফুটে থাকা লাল লাল শাপলা গুলো
মুখ লুকায় পরন্ত বেলায়।

এই সব দেখেছি আমি,খুব কাছে থেকে ;
মিশেছি আমি-ভাঠিয়ালী রুপ-বৈচিত্রের সাথে,
কাদা-মাখা শিশু গুলোর চিত্তানন্দের সাথে–
অপার স্বাধীনতায়—
আসিব আবার—
আরো এক বার।।

শেয়ার করুনঃ

Leave a Reply