২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

বাঙ্গালি সংস্কৃতির চর্চায় জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে

     

বাঙ্গালি সংস্কৃতির চর্চায় জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। বাঙ্গালির ষড় ঋতুর উৎসব বাঙ্গালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের’র সভাপতিত্বে ও মহাসচিব সনাতন চক্রবর্ত্তী বিজয়’র সঞ্চালনায় দিগন্ত রাঙিয়ে দাও আলোয় আলোয় শ্লোগানে পূর্বা ও শরৎ উৎসব উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শরৎ উৎসবের কথামালায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। এসময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, কবি ও প্রাবন্ধিক ক্ষণরঞ্জন রায়, শওকত আলী সেলিম, এম এ হাশেম চেয়ারম্যান, মোঃ সেলিম হোসেন, প্রধান সমন্বয়কারী সায়মন শাহাদাত চৌধুরী, এড. রোকনুজ্জামান মুন্না, জসিম উদ্দিন আমিরী, ঝুলন বড়ুয়া, ইমরান খান, আব্দুল মালেক খান, সমন্বয়ক অথৈ মজুমদার, সাদ্দাম হোসেন, শ্রাবণী দাশ গুপ্তা, মঞ্জুর মোর্শেদ, মোঃ বদিউল আলম, অর্কিড দে, সাথী চৌধুরী, জারিন, সুদীপ, আলী হোসেন, তাসমিয়া ইসলাম, ইকরা বিনতে বিল্লা প্রমুখ। উৎসবে নৃত্য পরিবেশন করেন ঘুঙ্গুর নৃত্য কলা কেন্দ্র, সঙ্গীত পরিবেশন করেন আইনজীবী সাংস্কৃতিক পরিষদ, পূর্বা, মুকাভিনয় পরিবেশন করেন সাইলেন্ট থিয়েটার।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply