২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৫১/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহেনার অবদান প্রশংসাযোগ্য

     

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ট কন্যা শেখ রেহানার ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্রপ্রতিষ্ঠা, রাজনীতি এবং দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা, রত্নগর্ভা মাতা শেখ রেহেনার অবদান শীর্ষক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রহিমের সভাপতিত্বে গতকাল ১৪ আগষ্ট বিকাল ৪টায় বহদ্দারহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সদস্য, মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, শাহিদা আকতার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দীন আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন চৌধুরী, লেখক সোহেল মোঃ ফখরুদ্দীন, মুক্তিযোদ্ধা অমর দত্ত, মহিলা আওয়ামীলীগনেত্রী সেনোয়ারা সুলতানা, রাঁধা রাণী চৌধুরী, লুৎফুন নেছা, শাহীন আকতার সাংবাদিক এস.এম.জে. রহমান, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সালাউদ্দিন লিটন, মোঃ হুমায়ুন কবির, আসিফ ইকবাল, নজরুল ইসলাম, ডাঃ জামাল উদ্দীন, মোঃ তুহাম ইকরা মোঃ শাকিল, মোঃ শুভরাজ, রাশেদ মাহমুদ, মোঃ শওকত, মোঃ রাসেল, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি, গণপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত শেখ রেহেনা ও নিরবে নিবৃত্তে অনস্বীকার্য ভুমিকা রেখে চলেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ বা সরকারের কোন পদ পদবিতে না থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহেনা যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তা আমাদের সকলের জন্য অনুকরণীয়। ৭৫ পরবর্তী জাতির জনককে স্বপরিবারে হত্যার পর বিদেশে বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য বিশ্বজনমত সৃষ্টিতে কুটনৈতিক তৎফরতা, আওয়ামী নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে শেখ রেহেনার অবদান কখনো ভুলার নয়। বিশেষ করে জাতির জনক তথা নিজ পিতা, মাতা, ভাই ভাবীসহ সকলকে হারিয়ে নিঃস্ব প্রায় ২ বোন তথা বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ রেহেনা বিদেশে টিউশনী, চাকরীসহ নানা সংগ্রাম করে নিজের ভাগিনা ও সন্তানদের মানুষ করেছেন। আজ শেখ রেহেনার সুযোগ্য তনয়া টিউলিপ সিদ্দিকী বিট্রিশ পার্লামেন্টে ২ বার এমপি নির্বাচিত হয়ে আমাদের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নামকে উজ্জ্বল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে যেভাবে অনবদ্য ভুমিকা রেখে যাচ্ছেন অনুরুপ শেখ রেহেনাও বাংলাদেশের উন্নয়নে নিরবে নিবৃত্তে সুদুরপ্রসারী কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহেনা একজন বড়মাপের লেখক হিসেবেও সমাধৃত। সভাশেষে শেখ রেহেনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply