২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

শরিয়া আইনের অবসান চান তসলিমা নাসরিন

     

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন। যদিও তার মতে এই রায়ে মুসলিম মহিলাদের স্বাধীনতা প্রাপ্তি হয়নি।

তসলিমার দাবি, তিন তালাক প্রথাকে অবলুপ্ত করে থেমে থাকলে চলবে না। এবার ১৪০০ বছরের পুরনো শরিয়া আইনেরও অবসান ঘটাতে হবে।

এদিন সুপ্রিম কোর্টের রায়ের কিছুক্ষণের মধ্যেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান সবসময় আলোচনায় থাকতে প্রচণ্ড রকমের আগ্রহী এই লেখিকা।

তিনি বলেন, কেন শুধু তিন তালাক? গোটা ইসলামিক বা শরিয়াহ আইনের অবসান ঘটানো উচিত। মানবিকতার খাতিরে সব ধর্মীয় আইনকে অবলুপ্ত করা উচিত। তিনি যোগ করেন, ধর্মীয় আইন এবং প্রথা সম্বলিত ধর্ম সর্বদা মহিলা-বিরোধী হয়।

এখানেই থেমে থাকেননি তসলিমা। তিনি বলেন, তিন তালাক কোরানে নেই। এই কারণেই কি এই প্রথার অবসান ঘটল? তার দাবি, কোরানে আরো অনেক অবিচার ও বৈষম্য রয়ে গিয়েছে। সেগুলি থাকা উচিত? প্রশ্ন তসলিমার।

একইসঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অবলুপ্তি নিয়েও সোচ্চার হন তিনি। তার বদলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে কথা বলেন তসলিমা।

শেয়ার করুনঃ

Leave a Reply