২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ভোর ৫:০৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:০৩ পূর্বাহ্ণ

মাদ্রাসায় পড়ূয়া ছাত্রদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট হবে এবার চট্টগ্রামে

     

শেখ দলিলুর রহমান মাষ্টার স্মৃতি সংসদ ও চট্টল কুড়িঁর যৌথ উদ্যোগে পটিয় থানার  ভাটিখাইন নিবাসী মরহুম শেখ দলিলুর রহমান মাষ্টার প্রিতি ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসায় পড়ূয়া ছাত্রদের নিয়ে (হুজুরদের ফুটবল খেলা)  চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লকের খেলার মাঠে শীঘ্রই শুরু হবে। হুজুরদেরকে নিয়ে এই খেলার আয়োজনের উদ্দেশ্য হল মাদ্রাসায় পড়ুুয়া ছত্রদের খেলাধুলার প্রতি আগ্রহী করা। এই ব্যাপারে শেখ দলিলুর রহমান মাষ্টার  স্মৃতি সংসদ এর এক সভা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাপ্তাহিক ইর্স্টাণ ট্রেড সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে ২০ আগস্ট  চান্দগাঁও আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জসীম উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, আবদুর মান্নান, বজল আহমদ, মফজল আহমদ,দিদার আহমদ,জয়নাল আবেদীন,প্রমুখ।এ ব্যাপারে আগ্রহী টীমের নিকট হতে ই মেইলে  দরখাস্থ আহবান করা হয়েছে।

প্রথম দিন খেলায় অংশ গ্রহন করবে শেখ নজরুল  একাডেমী দল বনাম চিটাগাং ইলেভেন স্টার দল। খেলার উদ্বোধক হিসাবে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম উদ্বোধন করবেন বলে আশা করা যাচেছ।শেখ দলিলুর রহমান মাষ্টার স্মৃতি সংসদ ও চট্টল কুড়িঁর যৌথ উদ্যোগে পটিয় থানার  ভাটিখাইন নিবাসী মরহুম শেখ দলিলুর রহমান মাষ্টার প্রীতি ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসায় পড়ূয়া ছাত্রদের নিয়ে (হুজুরদের ফুটবল খেলা)  চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লকের খেলার মাঠে শীঘ্রই শুরু হবে। হুজুরদেরকে নিয়ে এই খেলার আয়োজনের উদ্দেশ্য হল মাদ্রাসায় পড়–য়া ছত্রদের খেলাধুলার প্রতি আগ্রহী করা। এই ব্যাপারে শেখ দলিলুর রহমান মাষ্টার  স্মৃতি সংসদ এর এক সভা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাপ্তাহিক ইর্স্টাণ ট্রেড সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে ২০ আগস্ট  চান্দগাঁও আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জসীম উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, আবদুর মান্নান, বজল আহমদ, মফজল আহমদ,দিদার আহমদ,জয়নাল আবেদীন,প্রমুখ।এ ব্যাপারে আগ্রহী টীমের নিকট হতে ই মেইলে  দরখাস্থ আহবান করা হয়েছে। দরখাস্ত পাঠাবার ঠিকানা:- পযধঃঃধষশড়ৎর@মসধরষ.পড়স এ।

প্রথম দিন খেলায় অংশ গ্রহন করবে শেখ নজরুল  একাডেমী দল বনাম চিটাগাং ইলেভেন স্টার দল। খেলার উদ্বোধক হিসাবে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম উদ্বোধন করবেন বলে আশা করা যাচেছ।

শেয়ার করুনঃ

Leave a Reply