২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৫৫ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে দুর্যোগাক্রান্তদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরন করেছে এনজিও পদক্ষেপ

     

 

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে দুর্যোগাক্রান্তদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরন করেছে বেসরকারী এনজিও সংস্থা পদক্ষেপ। বুধবার বিকেলে সংস্থার মল্লিকপুরস্থ ব্রাঞ্চ অফিসে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয্যুব বখত জগলুল। এসময় আওয়ামীলীগ নেতা সাজিদুর রহমান,জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ মজিবুল হক,সদর ব্রাঞ্চ ম্যানেজার এস.এম নিয়াজ মোর্শেদ, এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামানসহ পদক্ষেপের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ,জগন্নাথপুর ও সদর এ ৩ উপজেলার বন্যা দুর্যোগাক্রান্তদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ৪ কোটি ৬৫ লাখ টাকা বিনাসুদে ঋণ বিতরন এর জন্য বরাদ্ধ দিয়েছে পদক্ষেপ এর সহযোগী দাতা সংস্থা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। ক্ষুদ্রঋণ কর্মসুচির আওতায় প্রত্যেক পরিবারকে কমপক্ষে ১০ হাজার টাকা ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply