২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:১৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:১৭ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

     

 

মুহাম্মদ আতিকুর রহমান

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০১৭ পালন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের সভা কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল হামিদের সঞ্চালনায়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. রাহাতুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, অতিরিক্ত প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান, তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান কাজল, সহকারী সচিব মোঃ নেজামুল হক প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ সকল কর্মকর্তা-কর্মচারী।

সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন মসজিদের সহকারী খতিব মাওলানা মোঃ মাহমুদুল হাসান।

এর আগে নগর ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় নগর ভবন থেকে শোক র‌্যালি বের হয়ে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসক কার্যালয় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply