২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

দাউদকান্দির গৌরীপুর বাজারে আবারও ভয়াবহ অগ্নিকান্ড॥ প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

     

নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দির ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারে৪ দিনের ব্যবধানে আবারো ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ ১১ আগস্ট শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে উপজেলার গৌরীপুরগোমতী ব্রিজ ও একটি মার্কেটে সংলগ্নপশ্চিমবাজারের একটি বাড়িতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এই অগ্নিকান্ডে কম করে হলেও ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
যদিও এই অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেনস্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিসসহ আইন শৃঙ্খলা বাহিনী এবং ত্রাা আগুনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্বল্প সময়ের মধ্যেই। তারপরেও এই বিরাট ক্ষতির সমুক্ষিণ হন স্থানীয়রা।
জানা যায়,উপজেলার গৌরীপুর গোমতী ব্রিজের কাছে একটি মার্কেট সংলগ্নগৌরীপুর পশ্চিম বাজারের আবাসিক এলাকা বাগান বাড়ির মালিক মোঃ শাহ আলম ও জসিম মিয়ার দু’শ ফুটের টিনের এবং সেমিপাকা ঘরে ১০টি পরিবার ভাড়ায় বসবাস করত।
আজ বিকালে মোঃ শাহআলম মিয়ার বাড়িতে একটি রিফিজেরেটরে বিকট শব্দ হলে বাড়িতে অবস্থানরত ও আশেপাশে থাকা ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে দৌঁড়াদৌঁড়ি শুরু করেন। এরপরেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে।এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবংক্ষতিগ্রস্তের খোঁজখবর নেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি) মহিদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার। এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ নোমান সরকার প্রমুখ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,অগ্নিকান্ডে বড় বড় ৩টি বসত ঘরে ভাড়ায় বসবাস করা ১০ পরিবারের প্রায় সব মালামলই পুড়ে গেছে। সবমিলে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। উল্লেখ্য যে, গত ৭আগস্ট সোমবার উপজেলার এই গৌরীপুর বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই হওয়ার ক্ষতির রেশ কাটতে না কাটতেই আবারো এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটল।
গৌরীপুর পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমার দু’জন অফিসার দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার তৎপরতা চালায়’। পুড়ে যাওয়া এলাকাটি নদী তীরবর্তী হওয়ায় রাতে লুটপাট বা চুরির মত কোন ঘটনা যেন না ঘটে এদিকে খেয়াল রেখেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply