২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৫৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামশুল আলম মাস্টারকে বহিস্কারের দাবি

     

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাপার ভাইস চেয়ারম্যান শামশুল আলম মাস্টারকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভায় এ দাবি জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও কর্ণফুলী জাপার সভাপতি আবদুস ছত্তার রণির সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপার সহ সভাপতি কাজী মো. ইসমাইল আজাদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া চৌধুরী, সহ সভাপতি জসিমুল আনোয়ার খান,জাপার যুগ্ম সম্পাদক বোরহান উদ্দীন ফারুকী, জেলা জাপার অর্থ সম্পাদক মাহমুদুল হক বেঙ্গল, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, আনোয়ারা উপজেলা সভাপতি আবদুর রউফ টিপু, লোহাগাড়া জাতীয় পার্টির সভাপতি মো. ছালেম, বোয়ালখালীর সভাপতি কাজী মুজিবুর রহমান, চন্দনাইশ উপজেলা সভাপতি খুরশিদ মোস্তাফা, পটিয়া উপজেলা সভাপতি হান্নান চৌধুরী,বাঁশখালী উপজেলা সভাপতি ইব্রাহীম আল হোসাইনী, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলী, এম নাছির উদ্দিন, নুর মোহাম্মদ, মো. ইউসুছ, মো. ইউসুফ চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী মেম্বার, ছাত্রনেতা জসিম উদ্দীন, আবদুল খালেক জুয়েল, মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ২৬ ফেব্রুয়ারী পার্টির চেয়ারম্যান কর্তৃক সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।এ নোটিশের জবাব নিদিষ্ঠ সময়ে দিতে পারেনি। দলের গঠনতন্ত্র মোতাবেক পার্টির চেয়ারম্যানের নির্দেশ মত শামশুল আলম মাস্টার বহিস্কার বলে প্রতিয়মান হয়। সেই অনুসারে শামশুল আলম মাস্টার দক্ষিণ জেলা জাতীয় পার্টির কেউ নন। শামশুল আলম মাস্টার আনোয়ারা উপজেলায় জাতীয় পার্টির ৭১ জনের যে কমিটি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তিনি কমিটি দেয়ার কেউ নন। কমিটি দেয়ার এখতেয়ারও নেই বলে সংগঠনের সভায় বক্তারা জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply