২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৫১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা করে দেশকে প্রাকৃতিক বিপর্যয়মুক্ত করতে হবে

     

 

১৪ জুলাই বিকেল চারটায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিম আলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়ুব বিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশতে ফলজ-বনজ ও ঔষধি চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে আয়ুব বিবি ট্রাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, ডায়মন্ড সিমেন্ট লি. এর পরিচালক আলহাজ আজিম আলি বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে হবে। আমাদের এই সুন্দর দেশ ও নগরীটাকে বাঁচানোর জন্য পরিবেশ সম্মত বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশকে বাঁচাতে বৃক্ষের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি নাগরিককে তার বাড়ির আঙিনায় ফলজ-বনজ-ঔষধি বৃক্ষরোপণ করে দেশের প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্ত করতে হবে। এমনিতেই পরিবেশ বিপর্যয়ের কারণে বর্তমানে চট্টগ্রামের আনাচে-কানাচে বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে। গণসচেতনতার মাধ্যমে পরিবেশ রক্ষা করে দেশকে বাঁচাতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের নিজেদের বসতভিটায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বজায় রাখার আহবান জানান। এ সময় জনাব আজিম আলি-আজিম আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। আজিম আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাদা ও পানি নিষ্কাষণের অভাবে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে কষ্ট হতো। এলাকার কোনো মানুষ মারা গেলে জানাজার স্থান ওই স্কুলের মাঠ। স্কুলের মাঠে পানি থাকলে জানাজা পড়াও কষ্টসাধ্য। তাই ওই স্কুলের মাঠ উন্নয়নে আয়ুব বিবি ট্রাস্ট থেকে এক লক্ষ টাকা অনুদানের দেওয়া হয়। আজিম আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি মাস্টার হাফেজ আহমদের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুব বিবি ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ আজিম আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লি. এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ লায়ন হাকিম আলি, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ এম এ মারুফ, শিক্ষানুরাগী আবদুস সালাম, আবুল বশর, সামশুল আলম, আজিম আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম সাদা, বিশিষ্ট সমাজসেবী নুরুল আবছার প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply