২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

বিনোদনের রঙ পরিবার’র ঈদ পূণমিলনী অনুষ্ঠিত

     

চট্টগ্রাম হতে যে কয়টি ম্যাগাজিন প্রকাশিত হয় তার মধ্যে “বিনোদনের রঙ” ব্যতিক্রম ও মানসম্পন্ন। নিয়মিত বের না হলেও যখনই বের হয় এই পত্রিকাটি তাদের স্বকীয়তা বজায় রেখে কাজ করে যাচ্ছে। একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপরও “বিনোদনের রঙ” মাঝে মধ্যে প্রকাশ হয়ে মিডিয়া পাড়ায় আলোড়ন সৃষ্টি করছে। এই পত্রিকার সম্পাদক নাসির হোসাইন জীবন দেড় দশক ধরে জাতীয় দৈনিক গুলোতে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছে পাশাপাশি “বিনোদনের রঙ” বের করছে। আমি তাকে সাধুবাদ জানাই আপনি এগিয়ে যান। চলার ক্ষেত্রে কোন বাধা বা আমাদের সহযোগিতা দরকার হলে আমাকে বলবেন আমি আপনাকে সহযোগীতা দিবো। আজকে ঈদ পূর্ণমিলনীতে এসে আমার খুব ভালো লেগেছে। বিনোদনের রঙ পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে সম্মান জানানোর জন্য। আপনারা আপনাদের কমিটমেন্ট নিয়ে এগিয়ে যান আপনাদের সাফল্যকে কেউ দমিয়ে রাখতে পারবেনা। আমি “বিনোদনের রঙ”র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। গত ৮ জুলাই শনিবার নগরীর সি.আর.বিতে তাসফিয়া গার্ডেন এ “বিনোদনের রঙ” পরিবার’র ঈদ পূণমিলনী ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ। প্রধান বক্তা বিশিষ্ট কলামিষ্ট, লেখক ও গীতিকবি লিয়াকত হোসেন খোকন। আলোচক ছিলেন- মাসিক আন্দরকিল্লার সম্পাদক মুহাম্মদ নুরুল আবসার, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক সাংবাদিক দেব দুলাল ভৌমিক, দৈনিক ইনফো বাংলা’র যুগ্ম সম্পাদক সাংবাদিক সজল চৌধুরী, বিশিষ্ট কলামিষ্ট ও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। বিনোদনের রঙ’র সম্পাদক নাসির হোসাইন জীবন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব দীন মোহাম্মদ, চট্টগ্রাম টান্সর্পোট ব্যবসায়ী মালিক সমিতির কার্য্যকরী সভাপতি আলহাজ্ব আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কে.এম মামুন রাজা, রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন, গীতিকবি, লেখক ও মাসিক কথন সম্পাদক ফারুক হাসান, মিডিয়া ব্যক্তিত্ব সাজ্জাদ বিন খালেদ সুমন, চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ দিদার আশরাফী। চট্টগ্রামের জনপ্রিয় উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় ও বিনোদনের রঙ এর সিনিয়র সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহিন এর সার্বিক সহযোগীতায় আরো বক্তব্য রাখেন- গীতিকার জিকে দত্ত, কবি ও লেখক শাত্তন পান্থ, সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, বিনোদন সাংবাদিক আশিক বন্ধু, আলমগীর চৌধুরী রানা, আবদুল্লাহ মজুমদার, রুজি চৌধুরী, জামাল আহমেদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, ইকবাল ভূঁইয়া, সঙ্গীতশিল্পী শাহেদ আলী খান, মাসুদ, নারীনেত্রী সোনিয়া সালাম, শীলা, ফটো সাংবাদিক আসিফ ইকবাল, ব্যবসায়ী হায়দার আলী, জয়নাল আবেদীন, মডেল তারেক খান, তিতাস, ইমরান চৌধুরী, হালিম উদ্দিন, রিয়াদ, পলাশ, নাসিমা আক্তার পুতুল সহ আরো অনেকে। ঈদ পূণর্মিলনী ও মত বিনিময় সভায় “বিনোদনের রঙ” উত্তোরত্তর সাফল্য কামনা করেন উপস্থিত সকলে। এরপর আপ্যায়ন করা হয়। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত পরিচালক ফরিদ বাঙ্গবাসী, সঙ্গীতশিল্পী শাহেদ আলী খান ও মাসুদ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply