২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:০৭/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

মানবতা’র ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুম সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে

     

মানবতাভিত্তিক একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম। তিনি আজ শুক্রবার বিকালে চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘মানবতা’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ ধরণের কর্মকা-ে পুলিশ বাহিনী সব সময় তরুণ সমাজে পাশে থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। মানবতা’র সভাপতি শহীদুল্লাহ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ধলই ইউপি চেয়অরম্যান আলমগীর জামান সিআইপি, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি জাহেদ কোরাইশী, মানবতার প্রতিষ্ঠাতা উপদেষ্টা সাংবাদিক বিপ্লব পার্থ, উপদেষ্টা ব্যারিস্টার বদরুল আলম, কাটিরহাট মহিলা কলেজের শিক্ষক নাছির উল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাজ্জাদ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি তৌহিদুল আলম, নেজাম মাহমুদ, মঞ্জুরুল হোসেন, মোরশেদুল আলম, জাহেদা আক্তার টুম্পা, সোমা আক্তার, ফয়সাল বিন আলম, মো.মনছুর, রিয়াদ হোসেন, সাখাওয়াত ইসলাম, আল মান্নান, তৌয়াবুল আজম, আবীর মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘আজকের তরুণরা এদেশের নেতৃত্ব দিবে। তথ্য প্রযুক্তির যুগে যখন তরুণরা বিপথে চলে যাচ্ছে ঠিক সে সময় এক ঝাঁক তরুণের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা এ বয়সে মানবিক গুণগুলো ভালোভাবে আয়ত্ত করছে। এর ফলে তারা কোনদিন অপকর্ম করবে না, মানুষের ক্ষতি করবে না। এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তরুণ সমাজের এ ধরণের কর্মকা-ে পুলিশ বাহিনীর সহযোগিতা থাকবে। কারণ জনতার সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সুষ্টিতে তরুণ সমাজ ভূমিকা রাখতে পারে।’ অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিশুকে নতুন কাপড় দেয়া হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply