২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:২২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

পাহাড় ধ্বসে ও ‘মোরায়’ নিহতদের স্মরনে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবে দোয়া মাহফিল

     

আজ পাহাড় ধ্বসে ও ‘মোরায়’ নিহতদের স্মরনে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবে দোয়া মাহফিল করা হয়। এরপর মুনাজাতের মাধ্যমে শুরু হয় ইফতার পর্ব।ইফতারে আগে অনলাইন সম্পাদক ও সাংবাদিকগণ গত একনেক সভায় অনলাইন খসড়া বিষয়ে আলোনা চলে অনেক অনেকক্ষন। এই সময় পেশাগত অনলাইন সাংবাদিকগণ খসড়া অনলাইন নীতিমালা নিয়ে চুলছেড়া যুক্তি ও তাদের মতামতগুলো ব্যক্ত করেন। তারা প্রশ্ন উত্থাপন করে বলেন, প্রিণ্ট মিডিয়া প্রকাশে যদি নিবন্ধ ফি না লাগে তাহলে অনলাইন পোর্টাল সম্প্রচারে কেন ফি লাগবে? এটার অর্থ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে যারা অসামান্য অবদান রেখেছে তাদের মেধা ও মননকে ফি -এর নামে বাধাঁ সৃষ্ঠি করা। এটা নিশ্চয় শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে অন্তরায় সৃষ্ঠি করা ছাড়া আর কিছু নয়। চুড়ান্ত নীতিমালা অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপ কামনা করেন আলোচকগণ।

এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন দৈনিক www.banglapostbd.com এর সম্পাদক এম. আলী হোসেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আইটি সংশ্লিষ্ট ব্যক্তিত্ব জিল্লুর রহমান। মুনাজাত পরিচালনা করেন লেখক মাহমুদুল হক আনচারী। অনুষ্ঠান সঞ্চালন করেন ন্যাশনালনিউজ ২৪ ডটকম সম্পাদক কাজী হুমায়ন কবীর। আলোচনা অংশ নেন ওয়ার্ল্ডটাইমডটকম সম্পাদক সামশাদ সাত্তার, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ৭১অনলাইনডটকম সম্পাদক ইসলাম রবি, এসএনএন২৪ সম্পাদক এন এ খোকন, বিজয় টিভির সাংবাদিক স ম মনিরুল ইসলাম ও সার্চ নিউজডটকম সম্পাদক সাজ্জাদ হোসেন সাহেদ প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply