২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৫৬ পূর্বাহ্ণ

বিত্তবানরা চাইলে কেউ ঈদ আনন্দ হতে বঞ্চিত হবেনা

     

মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঈদবস্ত্র বিতরন এর ধারাবাহিকতায় আজ  সকালে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের তুলনামূলক কম স্বচ্ছল মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দকে সাথে বস্ত্র বিতরন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম । এসময় তিনি বলেন, আমরা চাই দেশের কোন পরিবার যেন ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয়। সে লক্ষ্যে স্থানীয়দের সহযোগিতায় তালিকা করে সামান্য ঈদ উপহার দিয়ে তাদের মুখে হাসির ফোটানোর প্রচেষ্টা করেছি আমার মা বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে। এ ফাউন্ডেশন সমাজ ও মানুষের কল্যানের উদ্দেশ্যে আমাদের পারিবারিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান ওয়েল গ্র“পের মুনাফার অংশ দিয়ে পরিচালিত হয়। যাকাত প্রদানের মাধ্যমে মানুষের উপকার সাধনের পাশাপাশি নিজ সম্পদ ও উপার্জনের পবিত্রতা আসে। এই যাকাত প্রাপ্তরা বিনা সংকোচে তাদের নির্ধারিত হক লাভ করতে পারেন। সকল বিত্তবানরা চাইলে একজন মুসলমানও ঈদ আনন্দ হতে বঞ্চিত হতে পারেনা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য মো. গিয়াস উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply