১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

গাজীপুরে রেলের জমি থেকে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা শ্রমিকলীগের কার্যালয়সহ প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

২০ জুন মঙ্গলবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোরশেদ খান ও ফারজানা নাসরিনের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়

গাজীপুর জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে মঙ্গলবার সকালে থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শাহজাহানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর একাধিকবার রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছু দিন যেতে না যেতেই উচ্ছেদকৃত দোকানপাটগুলো পুনরায় রেলের জমি দখল করে দোকানপাট খুলে বসে। আর এসব দোকানপাট থেকে স্থানীয় প্রভাবশালীরা চাঁদাবাজি করে থাকে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply