২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

     

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকয় কয়েকটি প্রতিষ্ঠান আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এবং বিএসটিআই এর লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ জুন সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান (র‌্যাব সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং জিশান আহমেদ তালুকদার, ফিল্ড অফিসার, বিএসটিআই, চটগ্রাম এর সহায়তায়) এর নেতৃত্বে বর্ণিত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অধ্যাদেশ (৩৭) ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ২২, ৩০, ৩১ (এ) ধারা মোতাবেক ১। স্বপ্ন (সুপার সপ) এর ম্যানেজার আশিক বেলাল (৩২), পিতা-ইদ্রিস আলী, গোলপাহাড় মোড়, পাঁচলাইশ চট্টগ্রাম’কে বিএসটিআই এর অনুমতি ব্যতীত ক্ষিরসা পন্যে বিএসটিআই এর নির্ধারিত মানচিহ্ন ব্যবহার এবং আড়ং এর টক দই এ ব্যবহৃত মানচিহ্ন ক্ষিরসা পন্যে ব্যবহার করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, ২। আমান ফুড এন্ড কোম্পানী এর ম্যানেজার মোঃ রফিক উল্লাহ (৩৮) এবং সেলস ম্যানেজার জাফর আহমেদ (৫০), উভয় পিতা-মৃত মাওলানা তোফায়েল আহম্মেদ, গ্রাম-চর চাকরাই, পো-সদর বাকলিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম’কে নোংরা পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা এবং ৩। হোসেন ফুড এন্ড কোম্পানী এর সার্বিক ম্যানেজার শরজ পাল (৫৩), পিতা-রবিন্দ্র পাল, ইসরাইল ফয়েজ রোড, চর চাক্তাই, চট্টগ্রাম এবং ম্যানেজার মোঃ নাছির উদ্দিন (৩৬), পিতা-মৃত আব্দুস ছবুর, চর চাক্তাই, চট্টগ্রামদ্বয়’কে বিএসটিআই এর লাইসেন্স ব্যতিরেকে ডায়মন্ড ব্র্যান্ড বিস্কুট এবং মিষ্টি দই (কাপ দই) উৎপাদন করে বিক্রয় করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানাসহ সর্বমোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদায়কৃত জরিমানার সর্বমোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply