১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:২৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

পবিত্র রমজান হচ্ছে আত্মশুদ্ধির মধ্যদিয়ে পরিবর্তন হওয়ার শ্রেষ্ঠ সময় -এনামুল হক

     

 

পবিত্র রমজান মাস হচ্ছে মুমিনদের জন্য মহান আল্লাহতালার অশেষ নিয়ামতের একটি মাস। তাক্ওয়া অর্জনের মধ্য দিয়ে সবাইকে অতীতের ভুল ত্রুটি ক্ষমা ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করার শ্রেষ্ঠ সময়। ব্যবসাকে সুন্দর ও হালালভাবে পরিচালিত করার উদাত্ত্ আহ্বান জানিয়ে আজ ১০ জুন শনিবার নগরীর রাজাখালীস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম উপরোক্ত মন্তব্য করেন।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আজমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সেকান্দর হোসেন বাদশা, সহ-সভাপতি গাজী আব্দুল মান্নান, সহ-সভাপতি বাবু স্বপন কুমার শাহ্, যুগ্ম- সম্পাদক  জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক জাকারিয়া জকু, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এস.এম. হারুন উর রশিদ, রাইচ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, আলী আব্বাস, জামাল উদ্দিন, ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবুল বশর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্ত দাশ গুপ্ত, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক মাহফুজুল হক হেলাল, সাংস্কৃতিক সম্পাদক নির্বাহী সদস্য যথাক্রমে মফিজুল হক চৌধুরী, সাইফুদ্দীন, মোঃ সোলায়মান, ফরিদ উদ্দীন বাবুল, সোলায়মান সওদাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীগণ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply