২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জীবন বীমা কর্মকর্তার অর্থ আত্মসাতের দায়ে ১৭ বছর কারাদণ্ড

     

টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের এক কর্মকর্তাকে সাতটি পৃথক মামলায় ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডিত রফিক আহমেদ চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেলস)।বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন  গতকাল রবিবার এ রায় দেন।

রফিক আহমেদ জীবন বীমা কর্পোরেশনে কর্মরত থাকাকালে ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে গ্রাহকের মোট ছয় লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে নিজে আত্মসাত করেন।সাতজন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের পৃথক সাতটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রফিক আহমদ নামে এ বীমা কর্মকর্তাকে পাঁচ মামলার প্রত্যেকটিতে তিন বছর করে ১৫ বছর  এবং অপর দুটি মামলার এক বছর করে দুই বছর মোট ১৭ বছরের কারাদণ্ড  দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply