২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

আনোয়ারায় আবদুর রহমান পেশকার ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

     

মুহাম্মদ ফয়সাল হোসেন

রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। সিয়াম সাধনার মাধ্যমে নিজ আত্মাকে পরিশুদ্ধি করে মহান আল্লাহ্‌র নিকটবর্তী হওয়ার মাস হচ্ছে এই রমজান। রমজান মাসে একে অপরকে সাহায্য সহযোগীতার মাধ্যমে ধনী গরীবের ভেদাভেদ দূর করে সহমর্মীতার দ্বার উন্মোচন হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব আবদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব-দূস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে ফাউণ্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক, ব্যাংকার ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক এ.জি.এস  আজিজুর রহমান এসব কথা বলেন। ২৬মে শুক্রবার  সকাল ১০টার সময় উত্তর পশ্চিমচাল জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ২নং বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রায় ১২০টি দুস্থ পরিবারের মাঝে এইসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান বলেন, সমাজে এখনো অনেক দরিদ্র মানুষ রয়েছে। আসছে রমজানে যারা বৃত্তবান আছেন তাদের উচিৎ, এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের হাতে একবেলা ইফতার সামগ্রী তুলে দেওয়া। তিনি আরো বলেন, আগামীতে আরো ব্যাপকভাবে ইফতার সামগ্রী যেন বিতরণ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা শাহানূর উদ্দিন,আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা লিয়াকত আলী, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন এর সভাপতি আলীনূর জেমস্, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, আলমগীর, আব্দুল করিম, নাছির সহ প্রমূখ। উল্লেখ্য যে, ২নং বারশত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রায় এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply