১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ

আজিজ-জহুর-হান্নান-মান্নান এর মত নেতা সচরাচর হয় না। স্বাধীনতা ক্রীড়া চক্র আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন

     

 

স্বাধীনতা ক্রীড়াচক্র আয়োজিত আজিজ-জহুর-হান্নান-মান্নান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকেলে নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, এম.এ. আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম.এ. হান্নান ও মে.এ. মান্নান ছিলেন মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা। এ ধরণের নেতার জন্ম সচরাচর হয় না। কত বছর পরে আর এমন নেতার জন্ম হবে নিশ্চিত করে বলা যাবে না। তাঁদের নীতি, আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁদের সম্মানে স্বাধীনতা ক্রীড়া চক্রের এ আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক কমিশনার জসীম উদ্দীনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিন হিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী আবু তৈয়ব সিদ্দীকী, সাইফুদ্দিন খালেদ বাহার, জসীম উদ্দিন চৌধুরী, ছিদ্দিক আলম, মোরশেদ আলম, দিদারুল আলম, নুর মোঃ লেদু, রতন ভট্টাচার্য, পুলক খাস্তগীর, নাজেমুল বরাত রনী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ ইয়াছিন খোকন, নাজিম উদ্দিন, আ.ক.ম. আরিফ, জানে আলম, ইউসুফ হারুন, মাসুদ, তপন সরকার, রিটন দেব, এডভোকেট রাসেদ, মোক্তার আহমেদ, সিরাজ উল্লাহ মজুমদার, নয়ন, সঞ্জয় মহাজন, মোঃ আলম, জীবন সরকার, জাহাঙ্গীর আলম, নুর নবী, ইরফান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply