১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

অসহায় দুঃখী মানুষগুলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করে ভালোবাসাকে প্রতিটি পরিবার-সমাজে ছড়িয়ে দিতে হবে

     

 

সত্যিকার অর্থে ভালোবাসার মধ্যে থাকতে হবে ত্যাগের মাধূর্যতা। যেখানে ভালোবাসার ক্ষেত্রে অধিকার বোধের প্রাবল্য থাকেনা। ভালোবাসা হচ্ছে একটা শক্তি। বর্তমান যুগে যে অসামাঞ্জস্যতা বা অস্থীরতা দেখছি তার কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসার অভাব। সেই ভালোবাসাই হচ্ছে সার্বজনীন। সমাজের অসহায় দুঃখী মানুষগুলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করে ভালোবাসাকে আমরা প্রতিটি পরিবার ও সমাজে ছড়িয়ে দেই। পারস্পরিক ভালোবাসার মায়ার বন্ধনে আমরা এই দেশটাকে গড়ে তুলি। এটাই ভালোবাসার সার্বজনীনতা। এটাই ভালোবাসার সার্থকতা। স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে সর্বজনীন ভালোবাসা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ ঘটিকায় নগরীর মোমিন রোড চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হল এ “আঁধার ফুঁড়ে আলোয় যাও-মনে মনে মিলিয়ে দাও” শীর্ষক সর্বজনীন ভালোবাসা ও গান-আবৃত্তি-আড্ডা সংগঠনের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোচনায় অংশগ্রহণ করেন প্রখ্যাত সংগীতজ্ঞ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, দৈনিক পূর্বকোণের সহকারি সম্পাদক কবি স্বপন দত্ত, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবি নাজিমুদ্দিন শ্যামল, কবি শাহিদ হাসান, রন্ধন শিল্পী অধ্যক্ষ রোকেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী। পুলক দাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি রমেশ চন্দ্র সানা, কাউছার আহম্মেদ, মোহাং বেলাল মিয়া, অধ্যক্ষ অর্পিতা নারগীছ, প্রাবন্ধিক নাজমিন মীর, সোহাগ খান, জাহাঙ্গীর হোসেন, আয়েশা আকতার লুনা, আজাদ চৌধুরী, শবনম মোস্তারি লিজা, শাহিন আকতার, সোমা সিকদার, মির হোসেন, জাবেদ, আশরাফ হিমেল, সাজ্জাদ রানা, ইফতেখার উদ্দিন জাবেদ, বিবি কুলসুম, আশরাফ উদ্দিন ইভান, মোহাং ইউসুফ, মানিক চৌধুরী, আকতার হোসেন, রনো দীপ কিরণ, এলিয়েন এলিন, রেবেকা মীর প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রামে প্রথিতযশা শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে ব্যান্ড সংগীত পরিবেশন করেন কাউছার আহমেদ, শাহিন আকতার, জাহানারা মাহবুব, জোনায়েদ রাসেল একক-যৌথ আবৃত্তি পরিবেশিত হয়। আবৃত্তি করেন কবি স্বপন দত্ত, নাজিমুদ্দিন শ্যামল, শাহিদ হাসান, সাহাব উদ্দীন হাসান বাবু, ওচমান জাহাঙ্গীর, নাজমিন মীর, অনুষ্ঠানে সর্বজনীন ভালোবাসা নিয়ে দেশ বরেণ্য ও তরুন লেখকদের লেখা নিয়ে একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply