২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৮:২৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ রাজনৈতিক দর্শন বাঙালি নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা

     

 

নারীরা আজ অবহেলা, অবজ্ঞা, লাঞ্চনা, বস্তু কিংবা ব্যবহারের উপাদান নয়। নারী এখন এগিয়ে যাওয়ার প্রেরণা ও শক্তি। স্বপ্নচারীর পথিক এখন বাঙালি নারী। নারীদের ঘরের পুতুল আর ব্যবহারের পাত্র ভাবার দিন ফুরিয়ে গেছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সহায়ক এখন নারী। শেখ হাসিনার যুগান্তকারী-সাহসী ও মেধাসম্পন্ন রাজনৈতিক দর্শন-চিন্তার প্রাজ্ঞ প্রয়োগে বাঙালি নারীরা এখন পুরুষের চেয়েও এগিয়ে। প্রীতিলতা, রোকেয়া সাখাওয়াত, সুফিয়া কামালের পথ ধরে দেশরতœ শেখ হাসিনা বাঙালি নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণার আঁধার। স্বপ্নকে লালন করে নারীরা আজ সমানতালে এগিয়ে চলেছে। বলতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ রাজনৈতিক দর্শন বাঙালি নারীদের এগিয়ে যাওয়ার অফুরন্ত প্রেরণা ও অবিনাশী চেতনা। বিশ^ নারী দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনা ও নারী সম্মাননা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে বিশ^ নারী দিবস উদযাপন উপলক্ষে আজ ৮ মার্চ সকাল ১০টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে “নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এম. জসিম আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. কামরুন নাহার শওকত, ফুলকলি ফুড প্রোডাক্টস লি. এর মহাব্যবস্থাপক ও বিশিষ্ট নজরুল গবেষক এম. সবুর, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি নমিতা আইচ, সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, সহ-সভাপতি তপতী সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল আইনজীবী এড. মাসুদুল আলম বাবলু। সভায় বক্তারা বলেন, নারীরা আজ বিশ^ জয় করে চলেছে। নারীদের কাছে বিশে^ অজেয় কোনকিছু নেই। সমাজ, সংষ্কৃতিক ও সভ্যতার পরিবর্তনে নারীরাও আজ পরিবর্তিত। নারীরা আজ পুরুষের সহযোগিতা নয় স্বাধীন মনোভাব চিন্তায় স্বকীয়। সভায় বক্তারা আরো বলেন, দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাঙালি নারীদের নির্ভয় পদচারণা। বক্তারা আরো বলেন, পরিবার, সমাজ দেশ ও জাতির অগ্রযাত্রা এবং উন্নয়নে নারীদের ভূমিকাই সবচেয়ে বেশি। আজ নারীরা অবাধ, স্বাধীন ও মুক্ত। নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে সবখানে রয়েছে নারীদের পদচারণা। আর এ বাঙালি নারীদের এগিয়ে যাওয়ার সাহসী ঠিকানা দেশরতœ শেখ হাসিনা। বক্তারা বলেন, বিশ^কে অবাক করে এগিয়ে চলেছে উন্নয়নের পথ ধরে বাংলাদেশ। নারীদের জয়যাত্রা থামানোর সুযোগ নেই কারো। দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাঙালি নারী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শীর্ষ নারী সম্মাননা দেওয়া হয় চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য দিলোয়ারা ইউসুফ, এড. উম্মে হাবিবা মুন্নি, রেহেনা ফেরদৌস চৌধুরী, এডিশনাল পিপি এড. সাইফুন নাহার খালেক, নারীনেত্রী সেলিনা আক্তার, ইমারাতুন নেসা সিটি কর্পোরেশন কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ ফাতেমা আজাদ সায়কা, বরিশাল বিভাগীয় সমিতির মহিলা সম্পাদক আকলিমা বেগম ও সূর্যমুখী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ রিক্তা বড়–য়া এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন কৃতি মেধাবী ছাত্রীকে। সংগঠনের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট নারীনেত্রী হাসিনা জাফরের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের একমাত্র ডিজিটাল বাংলাদেশের প্রচারক স.ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক মো: জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী টি. কে. সিকদার, সদস্য মোস্তাফিজুর রহমান মানিক, , বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, শেখ আব্দুল্লাহ শেকাব, সুমন চৌধুরী, কাজী সাইফুল ইসলাম, নারীনেত্রী মর্জিনা আক্তার লুসি, নবুয়াত আরা সিদ্দিকি, আনোয়ারা আলম, রুমা দাশ, নাসরিন রসুল, দীপ্তি মজুমদার, তারাবানু, সৈয়দা শাহানারা বেগম, দেবযানী দে, ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। সেমিনারের সবশেষে প্রবন্ধকার অধ্যাপক এম জসিম আলী চৌধুরী ও সভাপতি হাসিনা জাফর কৃতি নারীদের ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শেয়ার করুনঃ

Leave a Reply