২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

চবি প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ৮২ ব্যাচের ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

     

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ৮২ এর (১৪তম ব্যাচের) উদ্যোগে ঈদ এ মিলাদুন্নবী (স ঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যক্ষ মীর কফিল উদ্দীনের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ও  লালখান বাজার জামে মসজিদের খতিব মুফতি হুমায়ুন কবির খালভী। আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির উপদেষ্ঠা আখতারুল আলম, অর্থ সম্পাদক ফরমাজুল হক ফারুক। সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মুছার পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা আলহাজ্ব রাশেদ মনোয়ার, মোঃ শাহ আলম, সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুলতানা কাজল, সহ সভাপতি জাফর সাদেক চৌধুরী যুগ্ম সম্পাদক শীলব্রত বড়–য়া, দপ্তর ও প্রচার সম্পাদক মো: লোকমান, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ ত্রিলক বরণ দে, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো: সাইফুল্লাহ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুবুল হক, আপ্যায়ন সম্পাদক ফরিদা পারভীন, আইন বিষয়ক সম্পাদক এড. নুরুরন্নাহার বেগম কুমকুম, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, নির্বাহী সদস্য গাজী সরোয়ার আলম টুকু, রফিকুল ইসলাম শামিম, গাজী ফখরুদ্দীন রাজু, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, রোকেয়া ডলি, অঞ্জনা ভট্টাচার্য, আবু তৈয়ব মো জাহেদ প্রমুখ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন ঈদে মিলাদুন্নবী (সঃ) হল আল্লাহর প্রিয় রাসুলের জন্ম মৃত্যু দিবস। এই মাসেই রাসূলে পাক (সঃ) পৃথিবীতে আগমন হয়েছিল। তিনি বলেন ইসলাম সবসময় শান্তি ও সম্প্রতির বন্ধনে বিশ্ব মানবতা প্রতিষ্ঠায় যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাসুলে পাকের জীবানাদর্শ অনুস্মরণ করে আমাদেরকে সৎ ও মানবিক মানুষ হওয়ার দীক্ষা নিতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সকল মুসলিম জাহানকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ও  লালখান বাজার জামে মসজিদের খতিব মুফতি হুমায়ুন কবির খালভী।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply